.
-: অণুকাব্য-৬৩২:-
মোহাম্মদ আলী চৌধুরী।
এখনও পড়িলে মনে,১৯৭২ সনে,কোন দুই জনে, করেছিল চুরি লবন ও কম্বল,
কোনো বিচার ছাড়া,বাকশালে বড় পদ পেলো তারা,রাগে ঢেঁকুরে উঠে অম্বল।
আহারে বঙ্গবন্ধু,করুণার কৃপা সিন্ধু, কান কথায় হয়ে অন্ধ,তাজ উদ্দিনে রাখিলেন না বাকশালে;
খ মোস্তাক, গা গো মোস্তফা,আমির হোসেন আমু,হইলেন বাকশালের মামু,আসল সম্বল।
রচনা কাল:-
ঢাকা০৫/০৯/১৭
বেলা৪-৪৫