-: বড় কবিতা-৫৭:-
মোহাম্মদ আলী চৌধুরী।
সবাই জানে, তৎকালীন পূর্বপাকিস্তানে,সবচেয়ে বড় রাজাকার
ছিলো শাহ আজিজ আর শর্ষিণার পীর,
বঙ্গবন্ধু সবার আগে তাদের ক্ষমা করে মুক্তি দিয়েছে, লজ্জায়, নত হয়ে যায়,আমার চেতনার জাগ্রত শির।
ওনার ফতোয়া" গানিমতের মাল"★সর্বদা হালাল, রাজাকার
মুসলিমের ভোগ বিলাসের তরে,
তার মাদ্রাসার ৬০০ ছাত্র,ঘুরিত দিবারাত্র,মারিতে মুক্তিযোদ্ধা,
আর হিন্দু মেয়ে আনিতে ধরে।
ইন্দুরকানি বাজার,করিল আজার, লুটের মাল এনে ভরিল হুজুরের গুদাম,তারপরে পুড়িয়া করিল ছাই,
খুন, ধর্ষণ, লুন্ঠন ও ঘরে আগুন,সবই ছিল হুজুরের গুণ,তবুও
কেন তারে মুক্তি দিল, চেতনাধারীদের জবাব চাই।
শহিদ জিয়া,মুক্ত শাহ আজিজেরে নিয়া,বানালো প্রধান মন্ত্রী,
শর্ষিনার পীরেরে দিল স্বাধীনতা পুরস্কার;
কে ছেড়ে দিল তা না বিচারি,সমালোচনা করে চেতনাধারী,
জিয়ারে করে শুধু শুধু অন্যায় তিরষ্কার।
জিয়া না হয় করেছে ভুল,তোমাদের হাতে আছে ত্রিশূল, কেনো সে সনদ করিতেছ না প্রত্যাহার?
আছে আদালতের স্পষ্ট রায়,দিতে বিসমিল্লাহ ও রাষ্ট্র ধর্ম বিদায়,
কেন করেনা জিজ্ঞাসা আমার।
রচনা কাল:-
ঢাকা১৩/০৭/১৮
রাত ১১-২০
★যুদ্ধলব্ধ মালামাল ও নারীগণ গনিমাতের মাল।