-: বাংলা ফালাকু-২৮:-
মোহামদ আলী চৌধুরী।
এবার পহেলা বৈশাখ, নববর্ষে,যদি বৃষ্টি নাহি বর্ষে,
কণ্ঠে গান তুলে, যাব বটমূলে,সপরিবারে অতি হর্ষে;
এটা নিশ্চিত জানা,খাবো বাঙ্গালি খানা,ইলিশে দিয়ে সর্ষে।
সোনার বাংলার চাষিগণ,ফলাবে আউশআমন,জমি কর্ষে,
গণতান্ত্রিক অধিকার,স্বাধীনতার পুরস্কার, আদায় করব নববর্ষে;
সব হিংসা বিদ্বেষ, এবার করিব শেষ,আগত আন্দোলনের স্পর্শে।
রচনা কাল:-
ঢাকা১২/০৪/১৮
রাত৮-৫৫