-: অণুকাব্য-৮৯৮:-
মোহাম্মদ আলী চৌধুরী।
পরাতে ভরিয়া হালুয়া ও রুটি,সবেবরাতে যেতাম ছুটি,এ'বাড়ি থেকে ও' বাড়ি,
ছিলনা বিভাজন চেতনাধারী আর রাজাকার,কেউনাআর,
থাকিত অনাহারী।
আজ পবিত্র রাতে,আমার প্রার্থনা মোনাজাতে,হিংসার রাজনীতি
তুমি করে দাও দূর,
৪৬ বছর পরে,কেন ভেদাভেদ অন্তরে, একাকার হয়ে যাক রাজাকার আর চেতনাধারী।
রচনা কাল:-
ঢাকা০২/০৫/১৮
বেলা১-১৫