সমোচ্চারিত শব্দঃবানানে হই জব্দ-১৭
মোহাম্মদ আলী চৌধুরী।
বিদঘুটে বানান লিখিতে আমার চোখেতে নামে অশ্রু,
শ্বশ্রুবাড়িতে যেতেন কবি মুখে নিয়ে দীর্ঘলম্বা শ্মশ্রু।
রচনাকাল:-
ঢাকা ২৫/০৬/১৮
রাত২-৫০
★★★লিখার সময় খেয়াল রাখতে হবে সব সমাসবদ্ধ পদ এক শব্দ।
যেমন অণুকাব্য,নিশিকুটুম্ব,প্রভাতরবি,মাবাবা,সকালসকাল।
পূর্বপদ ও উত্তরপদের মধ্যে আজকাল হাইফেন দেয়া হয়না।