-: ত্রিপদী কবিতা-১৭২:-
মোহাম্মদ আলী চৌধুরী।
সর্বহারার আর হারাবার কিছু নাই,আছে ভাই ,জয় করিবারে সারা বিশ্ব,
যে পারে সব বিলাতে,নিজে না খেয়ে অন্যকে খিলাতে,
হয়ে নিঃস্ব;
তাঁহারে আমি সালাম জানাই,সেই এ যুগের হাতেম তাঈ,
আমার শিষ্য।
রচনা কাল:-
ঢাকা০৭/০৩/১৮
রাত ৯-৩০
★মানুষ মোহাম্মদ ডেভিড কৃৃষ্ণ বড়ুয়ার গুরু বন্দনার জবাব:-
গুরু,তব শিষ্যের মায়ায়,আজি সন্ধ্যায় আসিলাম রাজশাহী,অপেক্ষায় অধীর ছিলো দুরূল হুদা,
সাক্ষাতে দুজনায় দুজনার প্রাণ ফিরে পাই,এখন পাচ্ছি প্রেমের সুধা।
শিখিয়েছো হাসি তাই হাসিতে পারি,বাসি ফুলের মালাতেও পাই,তাজা ফুলের ঘ্রাণ;
এই সম্মান সবারে বিলালাম,সকলের হাসিতে হাসুক তব আর্শীতে এই বসুধা।