-: উপলব্ধি -৩১০:-
A horde of sheep : Does not look before they leap.
মোহাম্মদ আলী চৌধুরী।
ভারতের উচ্চ আদালত,
জানিতে চাহিল রোহিঙ্গা ইসুতে কেন্দ্রীয় সরকারের কীইবা
মতামত।
যাহাতে আদালত হয় তুষ্ট, দিতে সে জবাব সুষ্ঠু, প্রধান মন্ত্রী
ছুটে গেলেন ইয়াঙ্গুন,
সূ চীর সাথে মিটিং জরুরি,করিলেন অতি তাড়া তাড়ি,
করিলেন না ধুনপুন।
আমাদের দেশে হলে, চেলা চামুণ্ডারা সকলে,বলিত সদলে,
এটা জানা কেন দরকার?
এটা রাষ্ট্রীয় গোপন সিদ্ধান্ত,জানিবে শুধু সরকার,বিচাপতিদের এটা জানার নাই অধিকার।
মিলিয়া সকল বিচারপতি,তুলিয়া  ধরিলেন সংবিধানের সব অসংগতি,ভুলিয়া গেলেন তা বেমালুম,
অর্জিতে প্রধান মন্ত্রীর তুষ্টি, গালি দিলেন তুলিয়া চোদ্দ গুষ্টি,করিতে চাহিলেন একেবারে হালুম।
যখন একজন বোদ্ধা বিচারক,বলিল তোরা বড় আহাম্মক,
একটা সর্বসম্মত রায় করিতে খণ্ডন;
আর একটা সর্বোসম্মত রায় হবে প্রয়োজন,সে রকম আদালত
সহসাই করিতে পারিবেনা গঠন।
এখন জোঁকের মুখেতে পড়িছে চুন,এখন উল্টা গাহিছে বিচারপতির গুণ,উপুর করিয়া পাতিল;
পঞ্চদশ সংশোধন, আর ভোটার বিহীন নির্বাচন,যদি হয় প্রয়োজন,করিয়া দিতে পারে বাতিল।
রচনাকাল:-
ঢাকা০৬/০৯/১৭
বেলা১১-৩০