-: অণুকাব্য-৬৪০:-
মোহাম্মদ আলী চৌধুরী।
হিন্দু,বৌদ্ধ,খৃস্টান ও মুসলিম,আমি কোনো ধর্মেরে জানাইনা তসলিম,
মর্মমূল হিংসায় ভরা,জন্ম, মৃত্যু ও জরা, সার্থের জন্য বুদ্ধরা হয়েছে জালিম।
আমি বলিতে পাইনা ভয়,মানবতার নিষ্পেষণে ধর্ম নীরবে রয়,
গোপন স্বার্থের টানে;
এ কথা সকলে জানে,নিঃশেষ হলে সব মুসলিম আরাকানে,বৃহৎ শক্তি মিটিং ডাকে,খায় হালিম।
রচনা কাল:-
ঢাকা০৮/০৯/১৭
রাত ৯-৪৫
1 h