-: বড় কবিতা-৫২:-
মোহাম্মদ আলী চৌধরী।
কত আর হত হবে,শত শত নিখোঁজ রবে,ঘরে ঘরে গণহারে মামেয়ে হবে ধর্ষিতা,
এ রূপ স্বাধীন হবে জন্মভূমি, তাই কি চেয়েছিলে তুমি,বলো ওগো জাতির পিতা?
শুধু শান্তির আশে,ভুট্টোরে ডাকিয়া আনিলে পাশে,ওদের সব অত্যাচার ভুলি,
শত্রুর সাথে করিলে কোলাকুলি,বঙ্গভবনে পাকিস্তানি পতাকা
তুমিই দিলে তুলি।
শাহ আজিজ,ফকা চৌধুরী ও খান সবুর,শত ধর্ষণের হোতা শর্ষিণার হুজুর,
৯৩ হাজার পাকিস্তানি সৈন্য,ছেড়ে দিলে নিরপরাধ করিয়া গণ্য
ভয়েতে জুজুর।
প্রিয় নবি হজরত মুহাম্মদ,(সঃ),চিরতরে করে দিলেন রদ,রক্তের
বদলা নেওয়ার প্রথা;
এখন এ দেশে,শুরু হয়ে গেছে,রক্তের বদলা নেওয়ার পালা,
লক্ষ মানুষ মরিবে অযথা।
রচনাকাল:
ঢাকা ০৪/০৪/১৮
রাত ৬-৫৫