-: রুবাইয়াত ই আলী-৯২:-
মোহাম্মদ আলী চৌধুরী।
হাজার হাদিস আর লক্ষ তাফসির পড়ার আর নাই গরজ,
সব হাদিসের মূল হাদিস হলো" জীবন বাঁচানো ফরজ।"
তারপরে আছে,আমার কাছে," ইন্নামাল আমালু বিন্নিয়াত;"
উদ্দেশ্য দিয়াই কার্যকরণ, হবে নির্ধারণ,আহা কত সহজ।
মমানুবাদ
To read thousands of Hadis and lacs of Tafsirs,I have no tension,
The root of all hadis,is this,that" Life is to be kept in
session."
Thereafter Hadis to bother," Actions will be judged according to Intention."
I myself judge my acts,on that facts,and think that how easy is my religion.
রচনাকাল:-
ঢাকা ২০/০৪/১৮
রাত ৭-১৫
★এ রকম আরো ৭৫ টি ইংরেজি ও বাংলা রুবাইয়াত সহকারে
প্রকাশিত হয়েছে আমার রুবাইয়াত ই আলী।যদি এ কবিতা আপনার ভালো লেগে থাকে তা হলে আপনার নাম, ঠিকানা ও
টেলিফোন নম্বর আমার ইনবক্সে জানান।বই পাঠাবো।কুরিয়ার খরচা সহ হাদিয়া ৩০০/০০ টাকা।