-: অণুকাব্য -৪৩৭:-
মোহাম্মদ আলী চৌধুরী।
চাঁদের রাতে ঘুমিয়েছিলাম স্বপন দেখিনু হায়,
হুর পরি মোরে জোর করে ধরে শরাব খাওয়াতে চায়।
আমি যত বলি শরাব হারাম,তাহারা হাসিয়া বলে,-
বেহেস্তেতে শরাবই শুধু,পানি নাহি পাওয়া যায়।
March 4, 2016 at 12:18am