-: রুবাইয়াত ই আলী -০৩:-
      মোহাম্মদ আলী চৌধুরী।
আমরা বলিলে," ডোন্ট মাইণ্ড," " নেভার মাইণ্ড" বলিতেন তিনি,
আমার বড় ভাই ইংরেজি শিখাতেন,প্রতিভাবান ও দয়ালু ছিলেন যিনি।
পিন পতন নিস্তব্ধতা ছিল ক্লাসে,এখনও কানে বাজে মধুর সুরে;-
“শীত যদি ফিরে আসে, বসন্ত কি আর রইতে পারে দূরে?”
মমানুবাদ
We would say," Don't mind",my elder brother told"Never mind",
He taught me English,he was ingenious but very,very kind.
Still I hear his sweet voice in the pin drop silent class;-
“If Winter comes, can Spring be far behind?”


রচনা কাল:-
ঢাকা,২৮/০২/১৭
দুপুর১১-৩০