: অণুকাব্য- ১৪ :-
মোহাম্মদ আলী চৌধুরী।
শারাব যদি খারাপ হবে কেনো রহিম- রহমান,
বেহেস্ততে শারাবুন তহুরা রাখলো করে বহমান?
আমরা হলাম অতি বোকা,ভুল ব্যাখ্যায় খাই ধোঁকা;-
খাইনা আঙ্গুরের থোকা, ভয়ে থাকি দোযখ আছে দহমান।
রচনা কাল:-
ঢাকা।১৫/১২ ১৬
সকাল১১-২৫