-: বাংলা লতিফা -৭৮:-
মোহাম্মদ আলী চৌধুরী।
১৯৭১ সালে,মুক্তিযুদ্ধকালে,পাকিস্তানি বাহিনী,আমরা জানি, ৬২ মহকুমায়, করেছিল হায়,৬২ টি হেরেম,
রাজাকার আর শান্তিকমিটির দালাল,লুটিয়া আনিয়া দিত
" গনিমাতের মাল",আর সুন্দরী নারী করিতে প্রেম।
৯৩ হাজার পাকিস্তানি সৈন্য,ধর্ষক হিসাবে ছিল গণ্য,তাদেরে ছাড়িয়া হইলো ধন্য,১৯৭২ সালের ২ রা জুলাই,
জুলফিকার আলী ভুট্টো ছিল শীর্ষ রাজাকার,মুজিবুর তারে ক্ষমা করে টেনে নিল বুকের মাঝার,মনটাকে কেমনে ভুলাই।
মুজিবুরের ক্ষমার মূলে,ছিল শান্তি প্রতিষ্ঠা হিংসা ভুলে,৪৭ বছর পরে,রাজনৈতিক হিসাব করে,প্রতিহিংসা করিছে জাগরণ ;
প্রাচীন তত্ব ডিভাইড অ্যান্ড রুল,ব্যক্তিসার্থে করিছে কবুল,
দেশের জনগণ,হইবে প্রতিহিংসা পরায়ণ,থাকিবে শত্রু আমরণ।
রচনা কাল:-
ঢাকা১৬/০৫/১৮
রা৩১২-০১