-: বড় কবিতা -৩০:-
মোহাম্মদ আলী চৌধুরী।
বঙ্গবন্ধুর ৬ দফায়,খুঁজিয়া পেলাম না হায়,রাষ্ট্রের
চারটি মূল নীতি,
সেখানে ছিল ফেডারেল সরকারের প্রস্তাবনা,সামরিক সরকারের ভীতি।
নির্বাচনে জেতা দলে,ক্ষমতা দিলনা ছলেবলে,শক্তিতে চাহিল
রাখিতে অধীন,
নিরস্ত্র জনতা,কুড়াল ও খনতা,হাতে তুলে নিয়ে দেশটা
করিল স্বাধীন।
করে তড়িঘড়ি,সংবিধান গড়ি, সাংসদরাই পাশ করে নিল
চার মূলনীতি,
নিলনা জনমত গণভোট করি,গরিষ্ঠ জনগণ, চায়নি তখন,
ভাঙ্গিতে রীতি।
চেয়েছিল গণতন্ত্র আর জাতীয়তা,চায়নি সমাজতন্ত্র
ও ধর্মনিরপেক্ষতা,
বুঝিয়া জনতার মতি,ঢুকাল বিসমিল্লাহ আর রাষ্ট্রধর্ম,
লুফে নিল জনতা।
আমাদের সংবিধান,হারলো তার মান হয়ে গেলো
জগা খিচুড়ি,
নাকরে সংশোধন,এনারা দিয়েছে মন,করিতে পদকের
সোনা চুরি।
রচনা কাল:-
ঢাকা ০৪/০৭/১৭
সকাল ৭-০০