-: অণুকাব্য - ১০৭৮:-
মোহাম্মদ আলী চৌধুরী।
বিশ্বভুবনে, নিঃস্ব দু' জনে,চিত্তদানে বিত্তবান,
জগতের সব সুখ,পেতে হই উন্মুখ, করে আত্মদান।
যে সম্পদে সুখ নাহি,সে সম্পদ আমি নাহি চাহি;
ভালোবাসার গান গাহি,সব সম্পদ হয়ে যায় ম্লান।
রচনাকাল:-
ঢাকা ০৫/১২/১৮
বেলা১২-৪০