-: বাংলা লতিফা -৭৩:-
মোহাম্মদ আলী চৌধুরী।
সত্যকথাটা সবার জানা দরকার,দেশ কখোনা হতোনা স্বাধীন না হলে মুজিবনগর সরকার,
অখ্যাত এক মেজর জিয়া,বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়া,বারুদে লাগালেন আগুন চমৎকার।
ইন্দিরা গান্ধীর আহ্বানে,হলো প্রবাসী সরকার সবাই জানে,মুজিবেরে মাথায় রাখিল,
তাজ উদ্দিনের অবদান,মুজিব নিজেই করলে ম্লান,একাই করেছেন সব,এটাই জোরে হাঁকিল।
তিন বছর সাত মাস,ক্ষমতায় করিয়া বাস,জীবনে যান নি
তিনি, মেহেরপুরের মুজিব নগরে;
দলের সম্পাদক,হলেন আহাম্মক,কখনও করেননি প্রতিবাদ,
মহান তাজউদ্দিন শুয়ে আছেন কবরে।
রচনা কাল:-
ঢাকা১৭/০৪/১৮
বেলা১০-২৫
★আজ ঐতিহাসিক মুজিব নগর দিবস,বঞ্চনায় তাজ উদ্দিন হয়েছে অবশ।