-: রুবাইয়াত ই আলী -০৬:-
মোহাম্মদ আলী চৌধুরী
শুন ভাই বোন,শুন দিয়া মন,তথাকথিত বেহেস্ত যাহারে কয়,
তাহা খুব দূরে নয়,আমাদের ঘরের পাশেই তা ছদ্মবেশে রয়।
আরো শুনিয়া যাও,দোযখ যদি দেখিবারে চাও,খুলে দাও দরজাখানি;-
দেখ সমুদ্র তটে, কীভাবে ঘটে,প্রথম প্রহরের সূর্যোদয়।
মমানুবাদ:-
Listen to me,I have seen the so called paradise,
Remains nearer to our sweet home in disguise.
I now tell,there is hell,ring the bell,to open the door;-
I will tell no more,look at see shore,how the sun rise.
রচনা কাল:-
ঢাকা, ০১/০৩/১৭
সকাল ৮-৩০