-: অণুকাব্য -৮২ ৮:-
মোহাম্মদ আলী চৌধুরী।
শুন আমি বাজাই, সত্যের সানাই,আর সবারে ধরিয়া জানাই,
আমার কাছে ম্যানেজার আর ম্যাসেঞ্জারে কোন ভেদাভেদ নাই।
আমি বৃদ্ধ,আমার হয়তো আছে সামান্য সম্পদ,টাকা পয়সা
ধন;
না থাকলেও টাকাপয়সা তরুণের আছে অমূল্যসম্পদ,অটুট যৌবন।
রচনা কাল:-
ঢাকা০৯/০২/১৮
রাত ১-২৫