-: বড় কবিতা-৬১:-                      
                 মোহাম্মদ আলী চৌধুরী।
বাল্যপ্রেমে ভগবানের রহিয়াছে প্রচণ্ড অভিশাপ,
বলেছেন শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়, কথা সাহিত্যের বাপ।
কিশোরী বালিকা পারু,বানিয়ে নারকেলর নাড়ু,দিত দেবদাসে,
বড়শির ছিপের বাড়ি,দিলো কপালে মারি,সে দাগ কপালে ভাসে।
হয়ে দোজবরে,পারু অন্তরে,দেবদারে পূজিত দেবতার মত,
মেসমেট চুনিলাল,ধরিল দেবদাসের হাল,খাওয়াতে শিখালো মদ।
বার বনিতা চন্দ্রমুখী, দেবদাসেরে করিতে সুখি,দিল তাঁর দেহখান,
দেবদাস নাহি তৃপ্ত হয়,সর্বদা অতৃপ্ত রয়,প্রেমহীন মন ও
প্রাণ।
কথা আদায় করেছিল পার্বতী, আমি যদি হয়ে থাকি সতী,তুমি
একবার আসিও ফিরে,
ঘটিবে বিপদ,ছেড়ে দাও মদ,তুমিই আমার একমাত্র মরদ, দেখাতে পারি বুক চিরে।
প্রতিটা বাঙ্গালি, প্রেমের কাঙ্গালি, দেবদাস পড়ে কাঁদে নাই,এমন একজনও নাই;
আনন্দ নাই মিলনে,আনন্দ পাই ক্রন্দনে,এটা সত্য চির দিন,    আমি বলে যাই।
রচনাকাল:-
ঢাকা১৩/১০/১৮
বেলা ১-০৫