-ঃরুবাইয়াত ই আলী-১১৭ঃ-
মোহাম্মদ আলী চৌধুরী।
মদের মহিমার নাই কোনো সীমা,আমি রুবাইয়াত লিখে যাই,
যদিও নিজে আমি কখনও খাইনি মদ,
ধর্মান্ধ সকলে, আমারে মোনাফেক বলে,আরো বলবে আলবত,
মাতালও অনেক ভালো,এ লোকটা বদ।
সুদ খাওয়া হারাম,সুদের টাকায় এ সি কিনিল,সব চেয়ে বড় কোরবানি দিল,করিল কতনা আরাম;
কোরআন শরিফে আছে,শুধু সুদ খাওয়াই নয়,সুদেরহিসাবকারীও দোযোখে যাবে, হবেনা রদ।
রচনাকাল:-
ঢাকা০৪/০৮/১৯
রাত৮-৩০
ইংরেজি অনুবাদ পরে দিব।