-: অণুকাব্য-৮৬২:-
             মোহাম্মদ আলী চৌধুরী।
আহারে প্রধান বিচারপতি,ন্যায়বিচারের আশা আমি ছাড়িয়া দিয়াছি, দেখিয়া তোমার দুর্গতি,
তোমার নিয়োগ কালে,ঢাক,ঢোল,করতালে,করিছে প্রচার হিন্দুরে বানিয়েছি প্রধান বিচারপতি।
পড়িয়া আওয়ামী ফাঁদে," বিচারের বাণী নীরবে,নিভৃতে কাঁদে,"
হিন্দুও হয়ে যায় ঘুষখোর রাজাকার;
রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার,করিল অনবরত প্রচার,চার কোটি টাকা আছে হিসেবে তাঁর,নাই তার বিচার।
রচনাকাল:
ঢাকা ২১/০৩/১৮
বেলা৪-১৫