-: ত্রিপদীকবিতা-২২৮:-
মোহাম্মদ আলী চৌধুরী।
প্রতি শুক্রবারে,ভিক্ষা পাবার তরে,কলাপসিবল গেট ধরে,
ভিখারিরা জোরে নাড়ান,
ঘুম ভেঙ্গেযায় বিলাসী বধূর,ছেড়ে দেয় বিদেশি কুকুর,ঘেউ ঘেউ
করে মুখ করিয়া ব্যাদান ;
মাফ চাওয়ার ছলে,ভিখারী ফুকারি বলে," ভিক্ষা চাইনা মাগো , আপনার কুত্তা খ্যাদান।"
রচনাকাল:-
ঢাকা ২৪/০২/১৯
রাত৭-৫০