-: অণুকাব্য - ১১২২:-
মোহাম্মদ আলী চৌধুরী।
একজনের ইচ্ছায়( ৭০ ধারায়) আইন পার্লামেন্টে হয় প্রণয়ন,
ব্যক্তিস্বার্থে কখনও সে আইন প্রয়োগের নাহি হয় প্রয়োজন।
আমি করিতেছি দর্শন,বিচারহীনতায় ক্রমে ক্রমে বাড়ে ধর্ষণ;
বিবেক বন্ধকদেয়া বুদ্ধিজীবী নীরব রয়,করিতে সম্পদ আহরণ।
রচনাকাল:-
ঢাকা ১৬/০৪/১৯
রা৩১২-৩৫