-: অণুকাব্য-৮৪৩:-
মোহাম্মদ আলী চৌধুরী।
নিজ অধিকার,আদায় করিবার,লজ্জা শরম করে পরিহার,ছেড়ে সব ভয় ও ভীতি,
যে পদ্ধতি,আমি করি ব্যবহার,কিছু কিছু গ্রুপ ম্যানেজার,করে প্রচার,সেটা রাজনীতি।
রাজনীতি হয়না শিখাতে,জন্মের পর শিশু যদি না করে চিৎকার, দুগ্ধ দেয়না আপন মাও যে তার;
না চাহিলে তুমি দিবে হাসিনা,এমন কথা শুনেও আমি হাসি না,
করে চিৎকার,কমাই কিছু ব্যথার ভার।
রচনাকাল:-
ঢাকা ২৬/০২/১৮
বেলা২-৪০