-: বড় কবিতা-৫০:-
রাজনীতি
মোহাম্মদ আলী চৌধুরী।
আজ সকালে,এক নাতনি বলে,নানা আপনার ছন্দ ও সুর,বড়ই মধুর,আপনি রাজনৈতিক কবিতা না লিখে লিখুন প্রেমের কবিতা,
আমি বলি হেসে,দয়িতারে ভালোবেসে,আমি লিখিতাম প্রেমের কবিতা,নিয়ে কবিতার খাতা,যেতাম রমনা পার্কে,সেথায় হাইজাক হলো দয়িতা।
সরকারি দলের অস্ত্রধারী ক্যাডার,নিয়ে গিয়ে তারে তুলিল হলে,
আমি সাথে সাথে থানায় গেলাম চলে,ও সি সাব বলে,ওগো চাচাজান, বাচান এখন নিজের প্রাণ,
ও যে আপনার বউ কী আছে প্রমাণ,ওরা দেখতে চাবে কাবিন খান,কিল,চড় খেয়ে যাবে মানসম্মান,তার চেয়ে ছাড়েন কিছু
মালপানি,ছাড়িয়ে আনি,ওরা নেতার পোলাপান।
ধরিলে ওদের নির্ঘাত বদলি বান্দরবান,এটা মোটেও নয় রটনা,এটা নিত্য দিনের ঘটনা,এরা সোনার বাংলার সোনার ছেলে,একটা দু'টা নয় হাজার মিলে,
যখন বাসায় ফিরিনু তাহারে নিয়া,বলে তুমি থাক এ সোনার দেশে,আমি চলিলাম অস্ট্রেলিয়া,ওখানে আছে মোর বোন, ভাই,
ভিসার আমার অসুবিধা নাই,টাকা আছে তহবিলে।
কুকীর্তি এতটাই করেছে বিস্তার,নেতার মেয়েরও নাহি নিস্তার,কোথাও আজ নাই বিচার,ভয়ে কেউ লিখেনা ফিচার,
আমি কলম ধরিয়া যখন লেখি সে করুণ গীতি,
সব বিজ্ঞ জনে কহেন, আপনি নীরবে রহেন,বিরহের ব্যথা
একাই সহেন, অপমানের গ্লানি একাই বহেন,লিখিলেই
সত্যকথা সেটা হবে রাজনীতি।
রচনা কাল:-
ঢাকা ০৮/০৩/১৮
রাত
১১-১৫