: ফিরে দেখা -৪৪:-
-:লক্ষ শহীদের তরে :দিলাম ফুল যুক্ত করে :-
মোহাম্মদ আলী চৌধুরী।
শহীদ বুদ্ধিজীবীগণ,মানি তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান,
তোমরা সম্মুখ সমরে,যুদ্ধ করে, দাও নিত প্রাণ।
অজানা কত জনে,যুদ্ধের ময়দানে,অতি সঙ্গোপনে,
জীবন করিল দান,
দেশ হল স্বাধীন,যুদ্ধ হলো অবসান,আমরা ক্ষমতায় বসে,
ভুলে গেনু তব অবদান।
ত্রিশ লক্ষের তলে,তোমরা আড়ালে গেলে চলে,
হে সূর্য সন্তান।
গ্রামওয়ারি শহীদের লিষ্ট,করিলে কাহার হত অনিষ্ট,
তোমরা হয়েও সংখ্যাগরিষ্ট,বয়ে নিয়ে হলে বড় অপমান,
গোড়া কেটে মাথায় পানি,দিচ্ছে কারা আমরা জানি,
এখনও লিষ্টি করে জানাও সম্মান।
রচনা কাল:-
ঢাকা। ১৫/১২/১৬
রাত ১০-৩০
December 15, 2016 at 10:44pm