-: অণু কাব্য-১৫০:-
মোহাম্মদ আলী চৌধুরী।
তোমরা কেহ চিনিলে না মোরে, ডাকিলে বন্ধু ওরে, " বয়স্ক বাচাল " বলে,
আমি যে বলিতে পারি, অনেকেরই নয়ন বারি, ঝরিবে আমার মৃত্যু হলে।
তোমাদের এত ভালোবাসা,আমি কখনো করিনি আশা,সার্থক
জগতে আসা;-
আমার কবিতার ডালি,তোমাদেরই দিলাম ঢালি,ভাসি আমি খালি,অশ্রুজলে।
রচনা কাল:-
ঢাকা, ০৮/০২/১৭
সন্ধ্যা ৮-০০