-: অণু কাব্য ১৮০-:-
মোহাম্মদ আলী চৌধুরী।
প্রচার সর্বস্ব, অতি অবশ্য,আওয়ামী লীগ সরকার,
করেনা সেখানে রাস্তা,যেখানে রাস্তার বেশি দরকার।
পাঁচ কিলো দূরে রেখে গাড়ি, শতশত নর নারী, হেঁটে যায়:-
দেখতে বঙ্গবন্ধু সাফারি পার্ক,আমি হলাম অনেক সাফারার।
রচনা কাল:-
সাফারি পার্ক,গাজিপুর,১৭/০২/১৭
দুপুর ২-০০
(নুহাস পল্লীতে ঢুকতে না পারায় ঠিক করলাম সাফারি পার্ক যাবো। হোতা পাড়ার উত্তর পাশের সাফারি পার্কে যাবার রাস্তা
দিয়ে ঢুকে ৫ কিলো এগানোর পর দেখলাম রাস্তার পাশ ৮ ফুট।শত শত বাস,মাইক্রো ও প্রাইভেট কার।রাস্তার দু পাশে ৩০ টার মত পিকনিক পয়েন্ট।আজ শুক্রবার হওয়ায় ও নুহাস পল্লী
বন্ধ থাকায় অবর্ণনীয় যানজট। একেতো হৃদ রোগী তার উপর জুম্মার নামাজ।আমার কেমন সাফার হয়েছে ভাবুন।বাঘের বাজার দিয়ে যে আরেকটা চিপা রাস্তা আছে তা খুব কম লোকেই জানে)
Yesterday at 9:47pm ·