-: অণু কাব্য -২১৯:-
মোহাম্মদ আলী চৌধুরী।
কীরীতি ধরিলি,পীরিতি করিলি,ফিরিতি রাতের বেলা,
প্রেমের কবি,ফ্রেমের ছবি,ছিল যে হবি,হবি গুরুরই চেলা।
রূপের সুধা,শুধুই বেহুদা, পেটের ক্ষুধা,বড়ই ভয়ঙ্কর;-
কবি তুই ক্ষুধায় কাতর,মাখলিনা আতর,জমল নারে প্রেমের খেলা।
রচনা কাল:-
ঢাকা,২৩/০২/১৭
রাত১২-০১
( কবি সুকান্ত,মন অশান্ত,তোমার চরণে পড়িযে লুটি,
" ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,পূর্ণিমার চাঁদ যেনো একখণ্ড ঝলসানো রুটি।"
9 min