-: অণু কাব্য -২২৯:-
মোহাম্মদ আলী চৌধুরী।
রহমানুর রহিম,আজিজুক করিম,কে বলে তোমায় করুণাময়?
যেভাবে সাদিয়া হাসান,চিরতরে হলো অবসান,তাকি নিষ্ঠুর নির্মমতা নয়?
পাঁচ মিনিট পরে,ঢুকিবে সাদিয়া পরীক্ষার ঘরে,কত ছিল তাঁর আশা;-
রাজশাহী হতে মার সাথে এসে,কলেজেরদুয়ার
েঅবশেষে,ছিনিয়ে নিলে,তুমি দয়াময়?
রচনা কাল:-
ঢাকা২৬/০২/১৭
দুপুর ৩-০০
(পূবালী ব্যাংকের প্রাক্তন ডি জি এম হাসানুজ্জামানের একমাত্র মেয়ে মেডিকেলের পঞ্চম
বর্ষের ছাত্রী সাদিয়ার সড়ক দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে ব্যথিত হয়ে লেখা।রাজশাহীর কোনো বন্ধু কবিতাটা হাসানুজ্জামানকে দয়া করে পড়ে শুনাবেন।আমি পারব না।)