-: অণু কাব্য -২৩৬:-
মোহাম্মদ আলী চৌধুরী।
শ্বশুর বাড়ি ভাশুর আছে নাম ফজর আলী খাঁ,
সে পাশে পাশে ঘোরে আমার,তার নজর ভালো না।
স্বামী আমার থাকে কাতার,সে সাঁতার জানে না;-
শ্বশুর আমার পশুর মতন,সে রিস্তা* মানে না।
রচনা কাল:-
ঢাকা২৮/০২/১৭
সন্ধ্যা৭-৩০
* কথ্য ভাষায় রিস্তা অর্থ সম্পর্ক।