-: অণু কাব্য -২৪৩:-
মোহাম্মদ আলী চৌধুরী।
১৯৭৪ সালে,বঙ্গবন্ধুর শাসনকালে,সর্বসাকুল্যে, আমি পেতাম ৩০০/০০ টাকা বেতন,
৪০০/০০ টাকা চালের মণ*,৬০/০০সের* লবণ,হয়েও অচেতন আমি হারাতাম না চেতন।
ছিলনা বিএন পি,ছিলনা জামাত,তখন কাহারা করিল আঁতাত,
বঙ্গবন্ধুর সোনার বাংলা কাহারা করিল ছারখার?
আওয়ামী লীগ,ন্যাপ*, কম্যুউনিষ্ট পার্টি হয়ে একাকার,দেশের সম্পদ করিল লুট,কারা সেই চোর, বাটপার?
রচনা কাল:-
ঢাকা০২/০৩/১৭
রাত ৯-০০
* মণ= প্রায় ৩৭.৫ কে জি,সের * ১ কে জি থেকে১.৫ ছটাক কম।* ন্যাপ ( মুজাফ্ফর)