-:অণু কাব্য- ২৪৬:-  
                 মোহাম্মদ আলী চৌধুরী।
চকিতে উঠিয়া চৌকিতে বসি,বৌউকি ডাকিল মোরে?
পাগল বৌ*, খেতে গেল মৌ,আগল দেয়নি তো দোরে।
বিশ্ব কবি, এঁকেছেন ছবি,কতনা সুন্দর করে;-
" বুক ভরা মধু,বঙ্গের বধূ,জল লয়ে যায় ঘরে,
মা বলিতে প্রাণ,করে আনচান,চোখে আসে জল ভরে।"
রচনা কাল:-
ঢাকা,০৪/০৩/১৭
রাত, ৮-৩০
* রবি ঠাকুরের বঙ্গের বধূ আর আমার বাংলার বৌ এর Contrast  খেয়াল করুন।