-:অণু কাব্য- ২৫৯:-            
                        মোহাম্মদ আলী চৌধুরী।
    মুক্তিযুদ্ধে একা হয়নিক জয়ী মুজিবের তরবারি,
শক্তি দিয়েছে,প্রেরণা দিয়েছে সাত কোটি নর ও নারী।
চিহ্নিত আওয়ামী লীগার,ফেলিয়া ঘর দুয়ার, ভারতে গেল চলি,
রাজাকার আর পাকিস্তানির হাতে,দিনে ও রাতে,আমরা হতাম বলি।
মুক্তিযুদ্ধের নয় মাস,ছিলনা কোনো সেনা নিবাস,কাহারা সেদিন
যুগিয়েছিল আহার,
নিজেরা শুয়ে বারান্দায়,তাদেরে শুইয়েছিল মূল ভিটায়,কে আজ খবর রাখে তাহার।
এক জন শুনি বলে সেদিন,আওয়ামী লীগ দেশ করেছে স্বাধীন,
জাতিকে এখন শুধিতে হইবে ঋণ,
জনগণের জান, মাল,ইজ্জত,দিয়ে করিতে হইবে খেদমত,আওয়ামীনেতাদের প্রতিদিন।
স্বাধীনতা থেকে ১৫ ই আগষ্ট তক,ছিলনা চোর, ছিলনা প্রবঞ্চক,
না ছিল বি এন পি না ছিল জামাত,
৪০০/০০ টাকা চালের মণ
,৬০/০০ সের লবণ,কেমনে হইল
সেদিন?  কাদের সাথে করিয়া আঁতাত?
আওয়ামী লীগের দলাদলী,মোস্তাকের উত্থান তাজ উদ্দিনের বলি,ভাঙ্গিয়া দল হইল জাসদ,
জনগণের ম্যাণ্ডেট ছাড়া,বাকশাল করল কারা,গণতন্ত্র হল সারা,
কাহারা যোগালো রসদ?
ছায়ার সাথে করিয়া যুদ্ধ,আওয়ামী লীগ সাজিছে বুদ্ধ,মারিবে বিরোধীদল গুষ্টি শুদ্ধ,করিতে ক্ষমতা পাকা পোক্ত,
নিজেরাই করিয়া দোষ,বলে করিছে ইহা নন্দ ঘোষ,আমার রহিল আফসোস, কেমনে কাটাবে দোষ,উপরোক্ত।
রচনা কাল:-
ঢাকা ০৭/০৩/১৭
  সন্ধ্যা৭-৩০