-: বড় কবিতা-০২ :-
মোহাম্মদ আলী চৌধুরী।
সাম্যের গান গাই,ব
আমার কাছে আওয়ামীলীগ আর বি এন পি, কোনো
ভেদাভেদ নাই।
১৯৭৩ সালে রক্ষীবাহিনী,ঘটালো কত লোমহর্ষক কাহিনী,সে ব্যাপারে আজ সবাই নীরব ভাই।
হলনা বিচার,তাহের সহ কত অফিসার,জিয়ার পথ করিতে পরিষ্কার,কত বলি হয়, বলি নাই।
১৯৯৭ সালে,আওয়ামী শাসন আমলে,রাষ্ট্রীয় সুরক্ষায়,মাণিক করিল ধর্ষণ, মোর শত বোন গোপনে অশ্রু করিছে বর্ষণ,সে
বিচার মোরা কোনও আমলেই পাই নাই।
২০০১ সালে,খালেদা জিয়ার শাসনামলে,ভোলার সংখ্যালঘু
সম্প্রদায়,পানির দরে বেঁচিয়া ভিটা ভারতে চলিয়া যায়,বোরকা
পরিয়ে সন্ধ্যা রাতে,মেয়ে তুলে দিল ক্যাডারের হাতে,ফিরে পেল
ভার রাতে,এর কোনো প্রমাণ নাই।
ভোটারহীন নির্বাচন,তাহাও আমরা করিনু দর্শন,গৃহ পালিত বিরোধীদল,আওয়ামীলীগের গাঁটের বল,এ ব্যাপারে আর কিছু নাহি বলিতে চাই।
এটা আমার বড় আফসোস,জনগণ ছিলো পুরো নির্দোষ,তারেকের নির্দেশে পেট্রোল বোমায় নিরাপরাধ মানুষ পুড়িয়া করিল ছাই। এখন আপনারাই বলুন আমি কোথায় যাই।
সাম্যের গান গাই। -----------
রচনা কাল:-
ঢাকা, ১১/০৩/১৭
রাত১২-৩০
7 h