-:অণু কাব্য- ২৮২:-
মোহাম্মদ আলী চৌধুরী।
হায়রে পাগল,দিলি আগল,সোনার ফসল,খায় একা রাম ছাগল,
আমরা বোকা,খেলাম ধোকা,খায় রে পোকা,সকলের সোনার ফসল।
সোনার ছেলেরা ভাগ কিছু পায়,৯০% কিছু নাহি খায়,তবু হাসি মুখে স্লোগান যোগায়;-
বলে কারো নাই কোনো অবদান,সবারে করে অপমান,এ দেশ স্বাধীন করেছে শুধু আওয়ামী দল।
রচনাকাল:-
ঢাকা,১৪/০৩/১৭
বেলা ১২-০০