-: বড় কবিতা-০৩ :-
               মোহাম্মদ আলী চৌধুরী।
নজরুল ও সুকান্ত,তোমরা কখনও হওনি ক্ষান্ত,করিতে রাজ নৈতিক প্রতিবাদ,
একদল পোলাপান,করে মোরে অপমান,বলে এখনি থেমে যান,
নইলে সবকিছু বরবাদ।
কবিদের কাজ শুধু,খাইয়ে প্রেমের মধু,জনগণে রাখিতে চিরতরে  নেশায় বিভোর,
নীরবে সবই সবে,কোন কথা নাহি কবে,সর্বস্ব লুটে খেলেও রাজনৈতিক চোর।
সভাকবিরা আজ,তুলেনা কোনো আওয়াজ,পেলে কিছু লা খেরাজ,প্লট ও ফ্লাট,
জন অসন্তোষ করেনা প্রকাশ,হাসে দন্ত করিয়া বিকাশ,বলে জনগণ এখন ভেরি গ্লাড।
ওদের বিবেক রেখেছে বন্ধক,অনাচার চাপা দেয় খুঁড়িয়া খন্ধক,
পেয়ে যায় একুশে পদক,
দাসত্বের বেড়াজালে,অসত্যের গ্যাড়াকলে,করিছে শোষণ অসহায় জনগণে দশক,শতক।
১৯৭১ সালে,মুক্তিযুদ্ধ কালে,তোমাদের প্রতিবাদী কবিতা ও গান,
শুনিয়া উদীপ্ত হত সাধারণ জন,ঝাপিয়া পড়িত নিয়ে মেসিন গান।
আজ স্বাধীন দেশে, হেসে হেসে বলে কিছু শয়তান,ওসব কবিতা বাসি হয়ে গেছে,নাই কোনো অবদান,
কেড়ে নিয়ে মোর জমি করিলে কর্ষণ,সোনার ছেলেরা মোর বোনকে করিলে ধর্ষণ,বলিবে শান্তির অমিয় বারি হচ্ছে বর্ষণ:-
তোমাদের আন্ধা চোখ ঢাকিয়া দাও,সনদ,পদকের তরে লাইন লাগাও,আমি একাই করিব চিৎকার,অনাচার করিলে দর্শন।
রচনা কাল:-
ঢাকা ১৬/০৩/১৭
বেলা ৩-৩০