-: অণু কাব্য-২৯৮:-
মোহাম্মদ আলী চৌধুরী।
সিস্টেম রেস্তরায় আজ দুপুরে,খেয়েছিনু একটু বেশি পেটপুরে,
বিকেলে বুকেতে ব্যথা,হয়তো আছে কপালে ভোগ,
হোটেলের বিছনায়,পড়িয়া রহিনু হায়,সবাই খাইতে যায় রাজভোগ,আমি আনতে বললাম পাওরুটি আর ডায়েট কোক।
দেখতে পারলাম না আলুটিলা গুহা ও হেরিটেজ পার্ক,দেখিয়াছি খাগড়াছড়ি তোরণ আর্ক,কালকে যাইবো সাজেক ভ্যালী;-
মনে মনে তাঁকে
ডাকি,গাইবান্ধা ও নীলফামারী রয়েছে বাকি,
এখনই নিওনা মোরে দিয়ে ফাঁকি,বাকি জেলা দুটি দেখা শেষ হোক।
রচনা কাল:-
ঢাকা,২৪/০৩/১৭