-: বড় কবিতা-০৫:-
আওয়ামী লীগের চাইনা পতন।
মোহাম্মদ আলী চৌধুরী।
আপনারা শুনুন সবাই অমৃত বচন,
এ দেশের রাজনীতিতে লেগেছে পচন।
কোনো দলেই নেতা নাই মনের মতন,
মন্দের ভালো আওয়ামী লীগের চাই না পতন।
সব খেয়ে আওয়ামী লীগের পেট ভরা আছে,
" মরা হাঁসে কুঁড়ার নাগাল পায় যদি পাছে।"
লাগাবে হরির লুট কড়ির লাগিয়া,
৭৪ এর মত ভাতের ফেনও পাবেনা মাগিয়া।
যদিও চলিছে সাপর চুরি অষ্ট প্রহর,
সরকারি ব্যাংক লুটে রিজার্ভও লুটল গভর্ণর।
এটুকু বুঝি হায়,সব বেটা ভাগ পায়,তাইতো করেনা কোনো চোরের বিচার,
আগে ভাল ছিল দিন,ছনের ঘরে উঠল টিন,গরিবের শুধু বাড়িছে ঋণ,বলে ইতিহাসের টিচার।
সাজিয়া কবিতার বর্মে,আওয়ামী লীগের প্রতি অপকর্মে, গড়ে তোল প্রবল প্রতিবাদ,
তাদেরে বুঝিতে দাও,জনগণ শুধু টানেনা নাও,তাঁদেরও ফিরাতে হবে ভাগ্য বরাত।
রচনা কাল:-
৩০/০৩/১৭
রাত ৩-৩০
2 mins · Privacy: Public