-: ত্রিপদী কবিতা -৩৬:-
মোহাম্মদ আলী চৌধুরী।
লালনের ছেউড়িয়া আর রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ,
ছন্দের আঁতুড়ঘর বলে উভয়ই আমার কাছে অর্থবহ;-
ছন্দের কারুকাজ,দেখিব সকাল সাঁঝ,দেখেছে পিতা,পিতামহ।
রচনাকাল:-
ঢাকা,০১/০৪/১৭
সন্ধ্যা৭-৩০
5 hrs · Privacy: P