-: বড় কবিতা-৭ :-
মোহাম্মদ আলী চৌধুরী।
ছাত্র লীগ,ছাত্রদল আমি সবারেই বলি,
তোমরা হয়োনা কারো রাজনীতির বলি।
ছাত্রকালই ছাত্রের প্রকৃত সময় করিতে পঠন,
গড়িতে উন্নত জীবন,করিতে চরিত্র গঠন।
খুবই ছোট আমাদের এই সুন্দর বাংলাদেশ,
আরো ছোট করোনা তারে,করে হিংসা বিদ্বেষ।
লেলানো কুকুরের মতো, হামলে পড়িবে কতো,
মারিবারে নিজ ভাই,সতীর্থ,সহোদরে যত।
মরিছ তোমরা মারামারি করে,তাদের ছেলে মেয়ে পড়ে,
উন্নত ভবিষ্যত গড়ে,তোমাদের মাথায়,নেতা বনে বসে পরে।
তোমরা যাতে বড় নেতা না হও,অযোগ্য হয়ে রও,তাই দেয়না
ডাকসু নির্বাচন,
চাঁদাবাজির সুযোগ দিয়ে,বলে লাইসেন্স পারমিট নিয়ে,করে খাও উপার্জন।
হল করিয়া দখল বিপক্ষ খেদাও,বিপক্ষের লেখা পড়া করে দাও,চির তরে বন্ধ,
চাকা ঘুরিলে পরে,বিপক্ষও সেই পথ ধরে,হয় একই দশা,
তবুও বুঝেনা চির অন্ধ।
রচনা কাল:-
ঢাকা ০৮/০৪/১৭
বিকাল ৫-০০
8