-: বাংলা লতিফা-১০৩:-
মোহাম্মদ আলী চৌধুরী।
নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলন,মানিয়া নিয়াছি
করিয়া একটু বাড়াবাড়ি,
পুলিসের সাথে নামিয়ে ছিলাম সোনার ছেলেদেরে হাতে দিয়ে
হেলমেট ও লোহার হাতুড়ি।
যদি এতে হয়ে থাকে ভুল ত্রুটি, আপনারা করিয়েন না ভ্রুক্রুটি,
আমি আপনাদের কাছে ক্ষমা চাই,
আপনাদের মাঝে,সদাই বিরাজে,আমার অতি আদরের,প্রাণপ্রিয়
জন বোন অথবা ভাই।
ওদের দাবি ন্যায্য ছিল,আমার রাজ্যে নামাল মিছিল,সবাই বুুঝিল আমার নাই ইনসাফ;
বাঙ্গালি কৃষ্টিতে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে,শীতকালের বৃষ্টিতে,
তোমরা আমারে করিয়া দাও মাফ।
রচনাকাল:-
ঢাকা ১৯/১২/১৮
বেলা৪-২০
★হাদিসে আছে ক্ষতিগ্রস্থ ক্ষমা না করলে আল্লাহও অন্যায়কারীকে ক্ষমা করতে পারেন না