সমোচ্চারিতশব্দঃবানানে হই জব্দ।-০১
মোহাম্মদ আলী চৌধুরী।
(ক)বন্ধু তোমার নাম কী? সেটা আমায় বলবে কি?
(খ) জি,ম্যাডাম জি,আপনি বড় লোকের ঝি।
(গ) বাসন্তী পরে ছিল জাল,মরিচের ছিল বেশি ঝাল।
বই পড়ে,ঘরে ঘরে আগুন জ্বাল।
(ঘ)জোর করে আমি কারেও গছাই না বই,সম্মান জানাতে আমি জোড় করে রই।
(ঙ) বাদে গরু বাঁধা আছে কিছু বাদে ছাড়বে,তরু মিয়া বাধা দিলে,সবে মিলে মারবে।
(চ)ভোলা দ্বীপে দ্বিপ নাই,দীপ জ্বালে সন্ধ্যায়,
এই মাসে ইলিশ মাছে সয়লাব, দাম কমেছে মন্দায়।
(ছ)ননদিনী বাধা দিলে,বাঁধা গরু ছেড়ে দিয়ে হায়,
রাঁধা বাড়া ছেড়ে রাধা কদম তলায় যায়।
রচনা কাল:-
গ্রীন লাইন লঞ্চ,২৬/১১/১৭
সকাল১০-০০