-: লিমেরিক- ৩৮:-
মোহাম্মদ আলী চৌধুরী।
কদম ডালেতে বসি,শ্রী কৃষ্ণ কানাই বাজাতো বাঁশের বাঁশরি,
যাতে সুরের আবেসে ঘুমিয়ে যায় রাধিকার ননদি ও শাশুড়ি।
চুপিসারে অভিসারে যাইতো রাই,
বুকে তুলে লীলাখেলা করিত কানাই।
সানাই হলো ঘুম ভাঙ্গানো সুর,শব্দ হয় বলে রাই খুলিত চুড়ি।
রচনাকাল:-
ঢাকা ১৬/১০/১৮
বেলা৩-২০