-:অণুকাব্য-১০৯০:-
মোহাম্মদ আলী চৌধুরী।
ঘরে ঘরে যা ঘটিছে নিত্য, কারো কিছু নাই কারো আছে বিত্ত,
কেউ লিখিলে পড়ে ভরে চিত্ত,অল্প কথায় একেই বলে সাহিত্য।
" নাহি বর্ণনার ছটা,ঘটনার ঘনঘটা,নাহি তত্ত্ব,নাহি উপদেশ;"
শেষ হয়ে গেলেও কাহিনীর বৃত্ত,হৃদয় বাসনা রয়ে যাবে অতৃপ্ত।
রচনাকাল:-
ঢাকা ০২/০১/১৯
রাত ১২-০৫