-: লিমেরিক-৭৯:-
মোহাম্মদ আলী চৌধুরী।
স্বাধীনতা অর্থ যদি হয় গায়ের জোরে অপরের ভোটাধিকার হনন,
সে স্বাধীনতা আমি চাইনি,তার চেয়ে ভালো ছিল পরাধীনতায়
মরণ।
"ধরা যাবেনা,ছোঁয়া যাবেনা,বলা যাবেনা কথা,
রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা।"
যে স্বাধীনতা মোরে, শৃঙ্খলিত করে,বল এটা গণতন্ত্রের কোন ধরন।
রচনাকাল:-
ঢাকা০৯/০১/১৯
বেলা ৪-৩০