-: লিমেরিক-৯৮:-
মোহাম্মদ আলী চৌধুরী।
মুসলমানে মিলাদ পড়ায়,বুদ্ধরা খায় ইঁচড়, হিন্দুরা দেয় হুলুধ্বনি সাথে বাজায় শাঁখ,
এটাই বাংলার সার্বজনীন উৎসব,মিলে মিশে একাকার,শুভ নববর্ষ, পহেলা বৈশাখ।
চৈত্র সংক্রান্তির পরের দিন,সব ধর্মের নবীন ও প্রবীণ,
এক সাথে যায়, বৈশাখী মেলায়,বাজায় বাঁশি ও বীণ।
কতিপয় ধর্মান্ধ সয়তান,আতঙ্কগ্রস্ত করে ময়দান,নারী নির্যাতন
করে না রেখে রাখঢাক।
রচনাকাল:-
০৮/০৪/১৯
বেলা৪-২০