-: রুবাইয়াত ই আলী-৮ ৮:-
মোহাম্মদ আলী চৌধুরী।
কাঠ মোল্লাদের কথামত,দুনিয়ার তাবৎ মুসলমান,
আল্লাহর কাছে অধিক প্রিয়,তারাই নাকি জানের জান।
বিশ্বে যত নিঃস্ব আছে,বেশির ভাগই আমার কাছে,মনে হয়
মুসলিম;
সম্পদের সিংহভাগ,থাকত যদি অনুরাগ,বিধর্মীদের দিলেন কেন
আল্লাহ মেহেরবান?
মমানুবাদ
The Orthodox Mullahs say, God is nepotist and loves Muslims better,
But alternatively I see, most of the Muslims are poor and setter.
They are engaged in dispute with other Muslims for
nothing;
On the other hand the most of the wealth of world the non Muslims steer.
রচনাকাল:-
ঢাকা ১৩/০৩/১৮
বেলা২-৩০