: রুবাইয়াত ই আলী -০৫:-
মোহাম্মদ আলী চৌধুরী
এ যাওয়াই মোর শেষ যাওয়া নয়,আমি আবার আসিব ফিরে,
মাটির তৈরি মানুষ আমরা,আবার মাটিতে মিশিব কি রে।
খৈয়ামের কুজানামা,ফেরদৌসীর শাহনামা,কিছুই মিথ্যা নয়;-
কুমোরের হাত,সারা দিন রাত,বানায় পুতুল ধীরে ধীরে।


:মমানুবাদ:-
This is not my last journey, I shall come again,
Man had been created by mud,and will it regain?
Khayyam' s Kuzanama,Ferdousy' s Shahnama, are not fake;-
The earthen potter with his slow hands,shall start begin.
রচনা কাল:-
ঢাকা, ২৮/০২/১৭
রাত৮-০০